২০২২-২৩ অর্থবছরের প্রধান কার্যাবলী ও অর্জনসমূহঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১, টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০ বাস্তবায়ন ও চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণের নিমিত্তে বস্ত্র শিল্পে দেশে ও বিদেশে Executive level এ দক্ষ মানব সম্পদ (Skilled Manpower) তৈরী করে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোররগঞ্জ, চট্টগ্রাম প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছ। বিগত ০৩(তিন) বছরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোররগঞ্জ, চট্টগ্রাম প্রতিষ্ঠান থেকে ৩১৮ জন শিক্ষার্থী বি.এসসি. ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অর্জন করেছে। ২০২২-২৩ অত্র প্রতিষ্ঠানের ১২৩ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। শ্রেণী কক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করণের লক্ষ্যে ফলাফল ও উপস্থিতির হারের উপর বৃত্তি প্রদান করা হয়েছে।
এক নজরে ২০২২-২৩ অর্থ বছরের প্রধান কার্যাবলী ও অর্জনসমূহ-
১। ৩৪১০টি তাত্বিক ও ১০৫০টির বেশি ব্যবহারিক ক্লাশ গ্রহণ করা হয়েছে।
২। নির্ধারিত সময়ে ধারাবাহিক ও চূড়ান্ত পরীক্ষাসমূহ সম্পন্ন করা হয়েছে।
৩। তাত্বিক ও ব্যবহারিক মিলিয়ে শিক্ষার্থীদের ৯০% এর বেশি উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
৪। কো-কারিকুলার কার্যক্রম বৃদ্ধিকরা হয়েছে।
৫। ১১৫জন শিক্ষার্থীকে বি.এসসি. ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী প্রদান করা হয়েছে।
৬। শিল্প কারখানায় ১২৬জন শিক্ষার্থীর বাস্তাব প্রশিক্ষণ নিশ্চিত করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস