গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অধ্যক্ষের কার্যালয়
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ
মিরসরাই, চট্টগ্রাম।
https://ctec.chittagong.gov.bd
‘
স্মারকনং-২৪.০২.১৫৫৩.০২০.১৮.০৩৯.২১ তারিখঃ২৩/০২/২০২৫খ্রি
অফিসআদেশ
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ এর পূর্বে গঠিত সিটিজেন চার্টার কমিটি বাতিল করে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় সেবা প্রদান প্রতিশ্রুতি বাস্তবায়ন কর্মপরিকল্পনা ২০২৪-২৫এর কার্যক্রম (১.১) অনুসারে সিটিজেন চার্টার এর উন্নয়ন, পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, হালনাগাদকরণ এবং সিটিজেন চার্টার বাস্তবায়ন পরিবীক্ষণের জন্য নিন্মরুপভাবে কমিটি পুনর্গঠন করা হলো:
ক্রমিকনং |
নামওপদবী |
মোবাইলওই-মেইল |
কমিটিতেপদবী |
মন্তব্য |
০১ |
ইঞ্জিঃ মোঃ ছোলাইমান, অধ্যক্ষ, অত্র কলেজ |
01686907490 |
আহব্বায়ক |
|
০২ |
ইঞ্জিঃ মোঃ আবু সাঈদ ,প্রভাষক, অত্র কলেজ |
01728547402 |
সদস্য |
|
০৩ |
ইঞ্জিঃ মোঃ তারেক উর রহমান এরিন, সহকারী অধ্যাপক (মেকানিক্যাল), অত্র কলেজ। |
0167006476 |
সদস্য সচিব ও ফোকালপয়েন্ট |
|
০২।উক্ত কমিটিতে সার্বিক দ্বায়িত্ব পালন করবেন জনাব আতিকুল ইসলাম, বয়লার অপারেটর অত্র কলেজ।
০৩।এ কমিটি প্রয়োজনে উপযুক্ত কোন সদস্যকে কো-অপ্ট করতে পারবেন।
০৪।কমিটিরকার্যপরিধি
(ক) অত্র কার্যালয়ের প্রনীত সিটিজেনচার্টার এর উন্নয়ন, পরিবর্তন, সংযোজন, হালনাগাদকরণ।
(খ) সিটিজেন চার্টার বাস্তবায়ন পর্যবেক্ষন।
(গ) এ সংক্রান্ত প্রতিবেদন সিটিজেন চার্টার কমিটি এবং বস্ত্র অধিদপ্তরের এপিএ কমিটি বরাবর প্রেরন।
(ঘ) সিটিজেন চার্টার সংক্রান্ত অবহিতকরণ সভা সহ বিভিন্ন সভার আয়োজন।
(ঙ) সিটিজেন চার্টার সংক্রান্ত অন্যান্য কার্যাদি
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS